শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
20 C
Dhaka
Homeআন্তর্জাতিকভয়াবহ ভূমিধসে কেনিয়ায় ১৩ জনের মৃত্যু

ভয়াবহ ভূমিধসে কেনিয়ায় ১৩ জনের মৃত্যু

প্রকাশ: নভেম্বর ১, ২০২৫ ৭:৫৭

কেনিয়ার পশ্চিমে অবস্থিত রিফট ভ্যালি অঞ্চলে ভয়াবহ এক ভূমিধস হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভোরে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানান, এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযানে সহায়তা করতে সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে এখন আগের চেয়ে অনেক বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ঘটছে।

এর আগে, গত বছর মধ্য কেনিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে কেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর