বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
27 C
Dhaka
Homeজাতীয়বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেনট্রি

বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেনট্রি

প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৫ ২:৪৩

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনট্রি বিচ বাংলাদেশে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকায় অবতরণ করেন তিনি।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ সফরকালে জেনট্রি বিচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। দুপুর ২টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকেন জেনট্রি বিচ। তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করছেন সংশ্লিষ্টরা। অনেকে বলছেন, তিনি বিনিয়োগের থলি নিয়ে হাজির হয়েছেন।

সূত্র বলছে, সারা দিনের ব্যস্ততা শেষে আজ সন্ধ্যায় আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জেনট্রি বিচ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর