বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
26 C
Dhaka
Homeবিশ্বকাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৪ ৩:৩১

কাজাখস্তানের আক্তাও শহরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইনসের এমব্রেয়ার ১৯০ মডেলের জে২-৮২৪৩ ফ্লাইট। রাশিয়ার গ্রোজনি শহরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

এরপর এটি কাজাখস্তানের আক্তাও শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি জায়গায় জরুরি অবতরণ করার চেষ্টা করে। এ সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, মাটিতে আছড়ে পড়ার পর উড়োজাহাজ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা অন্য কোনো সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

আজারবাইজান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটি যথাযথ রক্ষণাবেক্ষণের আওতাধীন ছিল। তবে আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।এই মর্মান্তিক দুর্ঘটনায় আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রাণহানির সংখ্যা সীমিত রাখা সম্ভব হয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর