বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
24 C
Dhaka
Homeবাংলাদেশদিনের ভোট রাতেই, বিকেলে শুধু বিজয়ীর নাম ঘোষণা : মান্না

দিনের ভোট রাতেই, বিকেলে শুধু বিজয়ীর নাম ঘোষণা : মান্না

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২৫ ৯:১৫

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের আমলে আপনারা কেউ ভোট দিতে পারেননি। ভোট দিতে গিয়ে জেনেছেন ভোট আগেই হয়ে গেছে। দিনের ভোট রাতেই হয়েছে, বিকেলে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। তাই দেশের মানুষকেই তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। এমনকি তার পিয়নও ৪শ কোটি টাকার মালিক হয়েছেন। শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সদস্য আব্দুর রাজ্জাক সজিব, উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, আনোয়ার হোসেন, মাহবুব মোরশেদ হীরা, যুব ঐক্যের রিমন, সৌরভ, নাইম, মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর