শনিবার, নভেম্বর ৮, ২০২৫
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
29 C
Dhaka
Homeজেলার খবরশাহজাদপুরে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপি'র দোয়া ও মিলাদ মাহফিল...

শাহজাদপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি’র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৮, ২০২৫ ৩:৩১
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫ ৩:৩০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক ৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” পালন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরু। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম. এ. মুহিত।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাবেক পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক জিএস আল-আমিন হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, জাহিদুল ইসলাম উপজেলা আইনজীবী সদস্য সচিব, অডিশনাল পিপি মোঃ রায়হান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর