শনিবার (২৫ মে) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল আমিন বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন তার দায়িত্ব পালনে সব সময় তৎপর রয়েছে। কমিশন প্রতি মাসে গ্যাসের মূল্য সমন্বয় করে। লাইসেন্সবিহীন কোনো সিএনজি স্টেশন অথবা ব্যবসা প্রতিষ্ঠান সিএনজি বা এলপিজি গ্যাস বিক্রি করতে পারবে না। এক্ষেত্রে নিয়মিত মোবাইলকোর্ট পারিচালনা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেবার মনোভাবে নিয়ে কাজ করে আমরাও দেশকে আরও সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, কেএমপির সহকারী কমিশনার গোপীনাথ কানজিলাল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।