রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
20 C
Dhaka
Homeবাংলাদেশমিয়ানমার থেকে দেশে ফিরছেন আরো ৮৫ বাংলাদেশি

মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরো ৮৫ বাংলাদেশি

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৪২
প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৩৫

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশের পথে রয়েছেন ৮৫ বাংলাদেশি। এ নিয়ে গত ১৫ মাসে দেশে ফেরত আসার সংখ্যা হবে মোট ৩৩২।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন। আগামীকাল রোববার ভোরে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ বাংলাদেশিদের বহন করছে।তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেট মোট ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুনে ৪৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর