শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
24 C
Dhaka
Homeবাংলাদেশবঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ

আপডেট: নভেম্বর ১১, ২০২৪ ৫:৫৭
প্রকাশ: নভেম্বর ১১, ২০২৪ ১২:৫২

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ নিয়েছেন। তবে এখনও কোনো দফতরের দায়িত্ব তাকে দেয়া হয়নি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি।

তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, তবে মানুষের ভতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর