নিজের ৯০তম জন্মদিনে মঞ্চ মাতালেন ‘লাল গোলাপ’ খ্যাত বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান। সোমবার (১১ নভেম্বর) রাতে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।
উপস্থিত দর্শকশ্রোতাদের উদ্দেশে তিনি মুক্তির মন্দির সোপানতলে… লেখা আছে অশ্রুজলে গানটি গেয়ে শোনান। এ সময় তার স্ত্রী তালেয়া রেহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শফিক রেহমান (জন্ম ১১ নভেম্বর ১৯৩৪) একজন বাংলাদেশি সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক। তাকে বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রচলক হিসেবে মনে করা হয়। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইংল্যান্ডে বাংলাদেশের পক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সঙ্গে কাজ করেন।
১৯৮৪ সালে তিনি সাপ্তাহিক ‘যায় যায় দিন’ পত্রিকা প্রতিষ্ঠা করেন যা সাবেক স্বৈরশাসক জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের সমালোচনার জন্য পরিচিত ছিল। ১৯৮৬ সালে এরশাদ সরকার যায় যায় দিনের ডিকলারেশন বাতিল করার পর তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। ১৯৯১ সাল পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করেন। ইংল্যান্ডে তিনি স্পেকট্রাম রেডিও-এর পরিচালক ছিলেন। দেশে ফিরে তিনি ডেমোক্রেসি ওয়াচ নামক একটি প্রতিষ্ঠান গঠন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন-এ লাল গোলাপ নামক একটি টক শো উপস্থাপনা করতেন, পরবর্তীকালে যা বাংলাভিশনে প্রচার শুরু হয়।
২০০৯ সাল থেকে তিনি মৌচাকে ঢিল নামে একটি সাময়িকীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ১৬ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা-চেষ্টা ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি জামিন লাভ করেন।