মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
22 C
Dhaka
Homeবাংলাদেশনাটোরে ডিসির বাংলো থেকে সিলমারা শতবস্তা ব্যালট উদ্ধার

নাটোরে ডিসির বাংলো থেকে সিলমারা শতবস্তা ব্যালট উদ্ধার

প্রকাশ: মার্চ ২৯, ২০২৫ ৩:৫৩

নাটোর জেলা প্রশাসকের (ডিসি) পুরনো বাংলোর বাঁশ বাগানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলমারা শতবস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের। এতো পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এরআগে শুক্রবার বিকেলে ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরোনো বাংলোর ভেতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ব্যালট পেপারগুলো উদ্ধার করে। নাটোরের এনডিসি রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের কারণে এগুলো পুরোনো বাংলোতে রাখা হয়।

সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে, তা আমাদের জানা নেই। সেখানে কোন প্রহরা ছিল কি না? এমন প্রশ্নের জবাবে এনডিসি জানান, সেখানে একজন নাইটগার্ড আছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার ডিসি বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর সঙ্গে ব্যালট পেপার উদ্ধারের কোনো সূত্র আছে কিনা এমন প্রশ্ন করা হলে জানান, আমি ঠিক জানি না এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুকুরের সব পানি সেচ দেওয়া হচ্ছে। সেখানে আরও অস্ত্র আছে কিনা তা খোঁজ করে দেখবে পুলিশ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর