সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
23 C
Dhaka
Homeবাংলাদেশআওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

প্রকাশ: মে ৩, ২০২৪ ৮:৪৮

" তৃষ্ণা নিবারণে আমরা আছি আপনার পাশে" স্লোগান নিয়ে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ।

তীব্র তাপ প্রবাহে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ কার্যক্রমে সহযোগিতা করে
বৃহস্পতিবার বেলা বারোটা হতে দুপুর ২ টা পর্যন্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চক্কর ফায়ার সার্ভিসের ১ নং গেট, মিরপুর ১৩ ও ১৪ নম্বরের প্রধান সড়কে পিকআপ ভ্যানে করে শ্রমজীবী ও পথচারীদের বোতল জাত বিশুদ্ধ শীতল ঠান্ডা পানি ও ওর স্যালাইন বিতরণ করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ।

এ সময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উন্নয়নের বাংলাদেশকে এগিয়ে নিতেই আমাদের এ চলমান কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

যতদিন তাপ প্রবাহ থাকবে ততদিন এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি রেজাউদ্দিন আহমেদ মজুমদার রাজিব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, সদস্য দেলোয়ার যুগলু প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর