শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
27 C
Dhaka
Homeবাংলাদেশগোয়েন্দা পুলিশ হেফাজতে সাবেক সচিব শাহ কামাল

গোয়েন্দা পুলিশ হেফাজতে সাবেক সচিব শাহ কামাল

প্রকাশ: আগস্ট ১৮, ২০২৪ ২:৫৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় শুক্রবার ডিএমপি অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ টাকা উদ্ধার করে। একই সঙ্গে ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার রাতে মহাখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহ কামাল ২০১৫ সালের মার্চ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়নকাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর