বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
22 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যআন্দোলনে শহীদদের পরিবারকে যে সুবিধা দিল এনবিআর

আন্দোলনে শহীদদের পরিবারকে যে সুবিধা দিল এনবিআর

আপডেট: জানুয়ারি ৫, ২০২৫ ৮:১৭
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৫ ৭:১৯

জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারগুলো যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে, তার মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে গেলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে না।তবে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী পাঁচ লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক।রোববার (৫ জানুয়ারি) এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিহতদের পরিবারগুলোকে বাধ্যতামূলক এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে।

আদেশে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ প্রদত্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি প্রদান করল।’

অর্থ বিভাগ থেকে ইস্যু করে এ অর্থ নিহতদের পরিবারকে দেওয়ার কথা রয়েছে। সেটির মাধ্যমে সঞ্চয়পত্র কেনা হলে তারা এ সুবিধা পাবেন বলে পরিষ্কার করেছেন এনবিআরের কর নীতি উইংয়ের তৃতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান।

আদেশে গণআন্দোলনে হতাহত ব্যক্তিদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার কথা বলা হয়নি।এ ফাউন্ডেশনের মাধ্যমে দুই হাজার ২২৯ পরিবারকে এ পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়াদের মধ্যে নিহত ৬২৮ জনের পরিবার রয়েছে। আর আহত ১ হাজার ৬০১ জনের পরিবার সহায়তা পেয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর