রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
28 C
Dhaka
Homeবিনোদনশিল্পী সমিতির নির্বাচন বন্ধ হতে পারে

শিল্পী সমিতির নির্বাচন বন্ধ হতে পারে

প্রকাশ: এপ্রিল ২, ২০২৪ ১:৩০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা ইতোমধ্যেই শুরু হয়েছে। মিশা-ডিপজলের প্যানেল ঘোষণার পর থেকে টানটান উত্তেজনা বিরাজ করছে সিনেমাপাড়ায়। শুরুতেই ধাক্কাটা আসে ইলিয়াস কাঞ্চনের নির্বাচন না করার সিদ্ধান্তে। গতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্যানেলে নিপুন ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী। ১৩ ভোটে জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আদালতপাড়ায় যান দুজনেই।

এদিকে নিপুনের প্যানেল থেকে সরে গিয়ে মিশা-ডিপজলের শিবিরে অবস্থান নিয়েছেন ডি এ তায়েব, নানা শাহ, শাহনূরসহ অনেকেই। নিপুনের আস্থাভাজন গতবারের সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিকও আগেই পদত্যাগ করেছেন। এমন অবস্থায় সোনালি দিনের নায়ক মাহমুদ কলিকে সভাপতি প্রার্থী করে হালে পানি পেয়েছেন নিপুন।

আরেক সভাপতি প্রার্থী ড্যানি সিডাক নিপুনের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো কথা বলতে চাননি তিনি। এই অভিনেতা বলেন, সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায়, আসন্ন নির্বাচনের মাধ্যমে শিল্পী সমিতির রাজনীতিতে আসছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নিপুনের প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে নায়কের নির্বাচনের কথা চলছে। সবমিলে প্যানেল সাজাতে কোণঠাসা দশা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন এই নায়িকা।

১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এফডিসির পাশাপাশি রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও ক্লাবে প্রার্থীরা বসছেন ভোটারদের মনজয় করতে!

এদিকে বিশেষ একটি সূত্র জানিয়েছে, শিল্পী সমিতির নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনের ঠিক আগের মুখেই আইনি জটিলতায় আটকে যেতে পারে ফিল্মপাড়ার সবচেয়ে আলোচিত সমিতির নির্বাচন। যদিও প্রধান নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন যেকোনো পরিস্থিতিতেই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার। শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর