মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
25.7 C
Dhaka
Homeস্বাস্থ্যশরীরে কি কি উপকারীতা হয় পানিফল খেলে

শরীরে কি কি উপকারীতা হয় পানিফল খেলে

প্রকাশ: নভেম্বর ৬, ২০২৪ ৯:৩২

পানিফল একটি খুবই উপকারী ফল। এটি পুষ্টিগুণে ভরপুর এবং আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে উপকারী। পুষ্টিবিদরা বলছেন, পানিফল ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি-১২, ভিটামিন সি সমৃদ্ধ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে পানিফলে। এর নাম থেকেও গুণের বৈশিষ্ট্য পাওয়া যায়। অন্যান্য ফলের তুলনায় পানিফলে পানির পরিমাণ অনেক বেশি। তাই পানির ঘাটতি মেটাতে যারা বেশি পরিমাণে পানি খেতে পারেন না তারা খেতে পারেন এ ফলটি।

পানিফলের উপকারিতাঃ-

* উচ্চমানের পুষ্টি: পানিফলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, এবং ফাইবার থাকে। এতে থাকে ভিটামিন বি৬, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এবং রিবোফ্লাভিন, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

* হজমে সহায়ক: পানিফল ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে এটি হজমের জন্য উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

* রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক: পানিফলে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে।

*  ত্বকের জন্য ভালো: পানিফলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং বয়সের ছাপ প্রতিরোধ করতে সহায়ক।

*  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: পানিফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, যা বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

*  ওজন নিয়ন্ত্রণে সহায়ক: কম ক্যালোরির ফল হওয়ার কারণে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটির ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখে, ফলে খাবারের প্রবণতা কমায়।

*  প্রদাহ রোধে কার্যকর: পানিফলের বিভিন্ন প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং আর্থ্রাইটিসের মতো সমস্যায় উপকারী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর