শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
21 C
Dhaka
Homeখেলাব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৪ ৯:০৭

বর্ণবাদের অভিযোগে ব্রাজিলের সাও পাওলোতে আর্জেন্টিনার ৪ নারী ফুটবলারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই ফুটবলাররা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলেন। গত শনিবার সংবাদ সংস্থা এপিকে এই তথ্য জানায় সাও পাওলোর জননিরাপত্তা সচিবালয়।

গত শুক্রবারের সেই ম্যাচ সম্প্রচারের ফুটেজ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এপি জানায়, ব্রাজিল লেডিস কাপ সকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিভার প্লেট ও ব্রাজিলের ক্লাব গ্রেমিও। রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াজের বিরুদ্ধে একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার অভিযোগ আসার পর প্রথমার্ধ শেষেই খেলা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় দিয়াজের সঙ্গে আটক করা হয়েছে তার সতীর্থ জুয়ানা ক্যাঙ্গারো, মিলাগ্রোস নাইকেন দিয়াজ এবং ক্যামিলা আয়লেন দুয়ার্তেকে। এসব ফুটবলারদের আইনজীবী থাইস সানকারি এপিকে এই তথ্য জানান। শনিবারও তাদেরকে আটকে রাখা হয়।

শুক্রবার দিয়াজের সেই আচরণের পর গ্রেমিওর খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে যান। খেলা শুরুর পর রেফারি রিভার প্লেটের ছয়জনকে লাল কার্ড দেখান। ওই সময়ই ম্যাচটি শেষ করতে হয়। কারণ ম্যাচ খেলার জন্য তখন অতিরিক্ত ফুটবলার ছিল না।

খেলা বন্ধ হওয়ার আগে স্কোরে ১-১ সমতা চলছিল। তবে শেষমেশ ফলটা গ্রেমিওর পক্ষেই যায়। আজকের ফাইনালে খেলার কথা তাদেরই। আর দুই বছরের জন্য ব্রাজিল লেডিস কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে রিভার প্লেটকে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর