আজান আওয়াইসের দারুণ সেঞ্চুরিতে আট উইকেটের বড় ব্যবধানে ভারত যুব দলকে হারিয়েছে পাকিস্তান যুব দল। দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘এ’র ম্যাচে মোহাম্মদ জিশানের বোলিং নৈপুণ্যে ৯ উইকেটে ২৫৯ রান করে ভারত। জবাবে ৩ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে পাকিস্তান। যুব দলের খেলায় পাকিস্তানের এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
এদিন টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাদ বেগ। খুব স্বস্তিতে ব্যাটিং সারতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ওপেনার আদর্শ সিং ৬২ ও অধিনায়ক উদয় সাহারান ৬০ রান করেন। এছাড়া শচিন ধাস করেন ৫৮ রান। পাকিস্তানের মোহাম্মদ জিশান মাত্র ৪৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। দুটো করে উইকেট পান আমির হাসান ও উবাইদ শাহ।
২৬০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই হোচট খায় পাকিস্তান। শামিল হুসেইন ফেরেন মাত্র ৮ রান করে। তবে সেখান থেকে ১১০ রানের জুটি গড়েন আজান ও শেহজাইব খান। ৬৩ রানে শেহজাব ফিরলেও অধিনায়ক সাদের সঙ্গে আরেকটি শতরানের জুটি গড়েন আজান। তুলে নেন দারুণ একটি সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০ চারে ১৩০ বলে ১০৫ রান করে থাকেন অপরাজিত। সাদের ব্যাট থেকে আসে ৫১ বলে অপরাজিত ৬৮ রান। ভারতের হয়ে দুটি উইকেটই পান মুরুগান অভিষেক।
দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে পাকিস্তান। ভারত আছে দুইয়ে। গ্রুপের অন্য ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।