শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeজেলার খবরদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ ‘স্বস্তি’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবার নতুন উদ্যোগ ‘স্বস্তি’

আপডেট: নভেম্বর ১৩, ২০২৪ ৯:১৪
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৪ ৯:০৫

ঝালকাঠিতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে শুরু হয়েছে ‘স্বস্তি’ কৃষকের বাজার। এই বাজারে সরাসরি কৃষকরা তাদের জমিতে উৎপাদিত পণ্য নিয়ে এসে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন, ফলে মধ্যস্থতাকারী কম থাকায় ক্রেতারা কম মূল্যে সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন।

বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্বরে এই বাজারের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক, আশরাফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন বাজারটির তত্ত্বাবধানে রয়েছে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “কৃষকের বাজার ‘স্বস্তি’ আমাদের স্থানীয় কৃষকদের জন্য একটি বড় সুযোগ। এর মাধ্যমে কৃষকরা তাদের পণ্য সরাসরি বিক্রি করে সঠিক মূল্য পেতে সক্ষম হবেন, এবং সাধারণ জনগণও সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য কিনতে পারবেন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করবে যাতে তারা বাজারে নিরাপদে ব্যবসা করতে পারে।”কৃষক আমির হোসেন বলেন, “এ বাজারে এসে আমি আমার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছি। এখানে ভোক্তাদের কাছে সরাসরি পণ্য বিক্রি করার সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক।”

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, “এই বাজারটি শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই নয়, কৃষকদের নিরাপত্তা এবং বাজারের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য আমরা সকল ধরনের সহযোগিতা প্রদান করছি।”বাজারের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন, কেননা তারা বাজারের চেয়ে কম মূল্যে সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। ঝালকাঠির সদর উপজেলা প্রশাসন এ উদ্যোগটি তত্ত্বাবধান করছে এবং কৃষকদের সহযোগিতায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর