শুক্রবার (২০ ডিসেম্বর) জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার উদ্যোগে জেলার গোদাগাড়ীর সাফিনা পার্কে শিক্ষাসফর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন নিয়ে তামাশা করেছে। দিনের ভোট রাতে করেছে। এরপর আবার তারা নিজেরা নিজেরা ভোট করেছে। জনগণকে কখনোই ভোট দিতে দেয়নি। স্বৈরাচার যাতে আর প্রতিষ্ঠিত না হতে পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ শুধু নিজেদের স্বার্থ দেখেছে। অন্য কারো স্বার্থ দেখেনি। জনস্বার্থে কোনো কাজও করেনি।
প্রধান আলোচকের বক্তব্যে রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ৫৪ হাজার জামায়াত-শিবির নেতাকর্মীকে হত্যা করেছিল। কোনো বিচার হয়নি। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হতে হবে। নতুন করে ধ্বনিত হচ্ছে, রক্ত দিয়ে কিনেছি এই স্বাধীনতা আর কোনো হাতে তুলে দিতে পারি না। প্রকৃত স্বাধীনতার সুখ দিতে প্রয়োজন ইসলামী মূল্যবোধের সরকার। সেই লক্ষে জামায়াত কাজ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন বলেন, ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। তিনি কুরআনের আয়াত উপস্থাপন করে বলেন, সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো পূর্ববর্তী মানুষদের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা ও শিক্ষা গ্রহণ করা। এর মাধ্যমে মানুষের চোখ-কান খুলে যায়। সত্য, সঠিক পথ ও পন্থা গ্রহণে সহায়ক হয় এবং জীবন পরিচালনার পাথেয় সঞ্চয় করা যায়। তিনি সবাইকে অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
শিক্ষাসফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপাড়া থানার নায়েবে আমির মাওলানা আজমল হক খান। রাজপাড়া থানার সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক সেক্রেটারি ডা. জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল খালেক, সেক্রেটারি গোলাম মোরতুজা প্রমুখ।