বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
24 C
Dhaka
Homeবিশ্বমরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪ ৪:১৭
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:৫৯

মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে নৌকাটি ডুবে গেছে।

শুক্রবার ( ২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মালিয়ান সরকার জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর মরক্কোর আঞ্চলিক জলসীমার উপকূলীয় অঞ্চলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসী মারা গেছেন। তাদের মধ্যে ২৩ মালিয়ান অভিবাসী রয়েছেন।

মালিয়ান মন্ত্রী মোসা এগ আত্তাহের এক বিবৃতিতে বলেন, অভিবাসীবাহী একটি নৌকাডুবি ঘটেছে। এতে মালিয়ানসহ কয়েকজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৪ মালিয়ান যুবক রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেঁচে ফেরাদের মধ্যে ১১ মালিয়ান রয়েছেন।

গত কয়েক দশক ধরে অফ্রিকার এ অঞ্চলে সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব প্রকট হয়েছে। ফলে এসব এলাকার শত শত যুবক উন্নত জীবনের আশায় সমুদ্রপথে স্পেনে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এরপর তারা পশ্চিমা বিভিন্ন দেশে উন্নত জীবনে গড়ার ঝুঁকি নেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর