বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
24 C
Dhaka
Homeবাংলাদেশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়াল দুদেশের নাগরিকরা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়াল দুদেশের নাগরিকরা

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৫ ৬:০২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমির কাঁচা গম কাটাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরনগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝিতে এ ঘটনার সূত্রপাত হয়। বিকাল ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। বর্তমানে সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, জমির কাঁচা গম কাটাকে কেন্দ্র করে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ভারতীয়রা পাথর নিক্ষেপ ও হাঁসুয়া ছুড়ে মারে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে দুদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে ফারুক, কালিগঞ্জ নামটলার সাদিকুল ইসলামের ছেলে মেসবাউল হক মেসবাহ, বিশ্বনাথপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. রনি ও কালিগঞ্জ সরদার টোলার নাজিরের ছেলে সুজন। আহত অন্যজনের নাম জানা যায়নি।

বিনোদপুর ইউপি সদস্য মো.বাদশা বলেন, সীমান্তের জমিতে কাঁচা গম কাটার ঘটনা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয়রা বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয়পক্ষের মানুষের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন।

সীমান্তে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বক্তব্য জানার জন্য তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর