দুই ওপেনারের ঝড়ো শুরুতেই মনোবল পেয়েছে টাইগাররা। অভিষিক্ত পারভেজ হোসেন ইমন দ্রুত ১৩ রান করে আউট হলেও, অপর ওপেনার তানজিদ হাসান আক্রমণাত্মক ব্যাটিংয়ে এখনো ক্রিজে অবিচল। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ বলে ৬টি চার এবং ১টি ছক্কায় ৩৩ রানে খেলছেন তিনি। তার সঙ্গী নাজমুল হোসেন শান্তও (১৫ রান, ১৫ বলে) সাবলীল ব্যাটিং করছেন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২৪৪ রানে অলআউট হয়। স্বাগতিকদের হয়ে অধিনায়ক চরিথ আসালাঙ্কা একাই লড়াই চালিয়ে যান, করেন ১০৬ রান। তবে বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে। তাসকিন আহমেদ ৪ উইকেট এবং তানজিম হাসান সাকিব ৩ উইকেট নিয়ে লঙ্কানদের চাপে রাখেন।
বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে ইমনের ব্যাট থেকে কয়েকটি ঝলমলে শট দেখা গেলেও, আক্রমণাত্মক একটি শটে ধরা পড়েন কুশল মেন্ডিসের হাতে। এরপর শান্ত এসে তানজিদের সাথে ধীরস্থিরভাবে জুটি গড়তে শুরু করেন।
এখনো ৩৯ ওভার বাকি, দরকার মাত্র ১৮১ রান। রান রেটও একেবারেই চাপে নেই (প্রয়োজনীয় রান রেট ৪.৬৪)। সব মিলিয়ে, বাংলাদেশের জন্য আপাতত এটি বেশ সহজ সমীকরণ হয়ে দাঁড়িয়েছে, তবে উইকেট পাল্টে দিতে পারে সবকিছু।
তানজিদের সাবলীল আগ্রাসন ও শান্তর শান্ত ব্যাটিং মিলে টাইগার শিবিরে জয়ের সুবাস ছড়িয়ে পড়েছে। তবে ক্রিকেটের অনিশ্চয়তা সব সময়ই থেকে যায়। তাই জয় নিশ্চিত করতে হলে শেষ পর্যন্ত সতর্ক থাকতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে।