শনিবার, নভেম্বর ২২, ২০২৫
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
28 C
Dhaka
Homeআন্তর্জাতিকগাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

গাজার পরিস্থিতি নিয়ে নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

প্রকাশ: জুলাই ২৩, ২০২৫ ৬:৪৩

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২২ জুলাই) ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ট্যামি ব্রুস বলেন, গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন। এর পাশাপাশি গাজার জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা শিথিল করছে। সিরিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে দেখার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যামি ব্রুস জানান, সিরিয়ার সব পক্ষ এখন সংঘাত বন্ধে সম্মত হয়েছে। এখন সিরিয়ার সরকারের উচিত সহিংসতা চালানোদের বিচারের আওতায় আনা, এমনকি তা যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই হয়ে থাকে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর