রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
30 C
Dhaka
Homeসারাদেশআশু‌লিয়ায় গণথর্ষণের শিকার এক স্কুলছাত্রী,আটক ৩

আশু‌লিয়ায় গণথর্ষণের শিকার এক স্কুলছাত্রী,আটক ৩

আপডেট: জুলাই ২৬, ২০২৫ ২:০২
প্রকাশ: জুলাই ২৬, ২০২৫ ২:০১

আজ ২৬ জুলাই ২০২৫ইং দিনগত রাত প্রায় ১২.৩০‌মি‌নিট ,ঢাকার নিকটবর্তী ‌শিল্পাঞ্চল আশু‌লিয়া থানাধীন ইয়ারপুর সাকিনস্থ শাহীন সাউন্ড সিস্টেম নামক দোকানের ভেতরে এক ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী সাথী (১৬) ছাত্রী ধর্ষণের শিকার হয়।

৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী সাথীর (১৬) সাথে শাহিন সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী অভি (১৬) এর প্রেমের সম্পর্ক ছিল।

গতরাত ১২:৩০ ঘটিকার সময় অভিযুক্ত অভি কৌশলে ভিকটিম সাথীকে তার দোকানে ডেকে নিয়ে অভি এবং সমির মিলে পালাক্রমে ভিকটিম কে ধর্ষণ করে। তাদের ধর্ষণ কাজে তাদের বন্ধু শুভ (১৭) সহায়তা করে। অভিযুক্তরা ভিকটিম কে রাত ৪:০০ ঘটিকায় ছেড়ে দিলে ভিকটিম পুলিশকে অবগত করে। আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

উক্ত ঘটনায় ভিকটিমের অভিযোগ প্রাপ্ত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানার মামলা করা হয় । গ্রেফতারকৃত আসামিদের অ‌তিদ্রুত বিজ্ঞ আদালতে পাঠা‌নো হ‌বে ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর