সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
27 C
Dhaka
Homeবাংলাদেশআগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ: সিইসি

আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ: সিইসি

আপডেট: জুলাই ২৬, ২০২৫ ৯:১০
প্রকাশ: জুলাই ২৬, ২০২৫ ৯:০৯

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সবার জন্য একটি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।

আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রের দিকে যাবে। সুতরাং এ চ্যালেঞ্জে আমরা যদি ব্যর্থ হই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকবে। তবুও আমাদেরকে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ প্রমুখ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর