বৃহস্পতিবার ০১ আগস্ট দারুসসালাম থানার দিয়াবাড়ি ঘাট সংলগ্ন তুরাগ নদীতে মৎস্য অবমুক্ত করেন মৎস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির,সার্বিক সঞ্চালনা করেন মহানগর উত্তরের সদস্য সচিব বাকি বিল্লাহ।
এছাড়াও ঢাকা মহানগর উত্তরের বিএনপি সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন মাছে ভাতে বাঙালি। সেই মাছ কে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামেগঞ্জে জলাশয়ে অবমুক্ত করতে হবে,যাতে করে মানুষের মাছের অভাব না হয়। সেই সাথে তিনি বলেন বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন নিরপেক্ষ নির্বাচন আর সেই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে ,তাদেরকে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।


