রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরআল্লামা সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

আল্লামা সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশ: আগস্ট ১৪, ২০২৫ ৮:৫৪

বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, কোরআনের পাখিখ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর (রাহিঃ) দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল আয়োজন করে ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় থানা কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু, বিশেষ অতিথি ছিলেন থানা নায়েবে আমির এডভোকেট ইসমাইল গনি এবং প্রধান বক্তা ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা অফিস সম্পাদক মোহাম্মদ আবু জাফর।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ ছিলেন যুগশ্রেষ্ঠ দাঈ, প্রখ্যাত মুফাসসির ও দেশবরেণ্য আলেমে দ্বীন। তিনি ইসলামী আন্দোলনের অগ্রভাগে থেকে আমৃত্যু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর অসংখ্য বর্ণাঢ্য বক্তৃতা, কোরআনের তাফসির ও দাওয়াতি কর্মসূচি কোটি মানুষের অন্তরে ইসলামের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, আল্লামা সাঈদী মুসলিম উম্মাহর জন্য একটি অমূল্য সম্পদ ছিলেন। তাঁর শাহাদাত শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মুসলিম সমাজের জন্য এক গভীর শোকের বিষয়। তাঁর আদর্শ, ত্যাগ ও সাহসিকতা নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগাবে।
আলোচনা শেষে তাঁর মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য দোয়া করা হয়।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর