রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরনাজিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃজরিমানা আদায় ৪৪ হাজার টাকা

নাজিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃজরিমানা আদায় ৪৪ হাজার টাকা

প্রকাশ: আগস্ট ১৯, ২০২৫ ৩:৩৬

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ৫টি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম।

এসময় ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম এবং নাজিরহাট পৌরসভার একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

স্থানীয়রা জানান, অভিযান শুরু হলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হওয়ার পর পর পল্লী মঙ্গল ফার্মেসীসহ কয়েকটি ফার্মেসীর মালিক দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যায়।
সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত হওয়া উচিত।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর