শনিবার, নভেম্বর ২২, ২০২৫
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
22 C
Dhaka
Homeআন্তর্জাতিকদুই দেশের মধ্যে শান্তি ও সমৃদ্ধির জন্য সংলাপ জরুরিঃত্রিপুরা মন্ত্রী

দুই দেশের মধ্যে শান্তি ও সমৃদ্ধির জন্য সংলাপ জরুরিঃত্রিপুরা মন্ত্রী

প্রকাশ: আগস্ট ২৫, ২০২৫ ১:০১

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় কোটি কোটি টাকার অবকাঠামো অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার খাদ্য ও বেসামরিক সরবরাহ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী।

রোববার (২৪ আগস্ট) ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা চ্যাপ্টারের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সুশান্ত চৌধুরী বলেন, আমরা বাংলাদেশকে শত্রু মনে করি না। ভুলে গেলে চলবে না, ভারতই বাংলাদেশের জন্মের সময় তাকে বিশ্ব মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পেতে সহায়তা করেছিল। স্থলবেষ্টিত রাজ্য হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ত্রিপুরার জন্য উদ্বেগের কারণ।

মন্ত্রী চৌধুরী মৈত্রী সেতু ও শ্রীমন্তপুরের স্থলবন্দরের উদাহরণ টেনে বলেন, সেখানে কোটি কোটি টাকার অবকাঠামো এখন অকার্যকর হয়ে আছে। তিনি বলেন, আগের ভালো দিনগুলো যাতে ফিরে আসে, সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত।

ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে, এর মাধ্যমে ত্রিপুরা সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করা যায়। যা ত্রিপুরার অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু বর্তমানে এই সেতুটি কার্যত অচল হয়ে আছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আগরতলা-আখাউড়া রেলপথও এখনও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি, যা রাজ্যের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।

চলতি মাসের শুরুর দিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ ত্রিপুরা সফর করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে বৈঠক করেন। সফরে তিনি মৈত্রী সেতু ও আগরতলা-আখাউড়া রেললাইনও পরিদর্শন করেন। উভয় পক্ষই আশা করছে, এই দুটি প্রকল্প শিগগিরই চালু হবে। -পিটিআই

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর