গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আরশিনগর ছাত্র কল্যাণ সমিতি, কুষ্টিয়ার উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবীণ বরণ। পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক, কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীরা এবং সমিতির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সমিতির সভাপতি স্বাগত বক্তব্য রাখেন এবং নবীন-প্রবীণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আরশিনগর ছাত্র কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। নবীন থেকে প্রবীণ—সবাই এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ।”।
সম্মানিত শিক্ষকবৃন্দ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের আলোচনায় উঠে আসে শিক্ষাজীবনের শৃঙ্খলা, সততা, জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। একজন শিক্ষক বলেন, “শিক্ষার্থীরা যদি শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজের কল্যাণেও কাজ করে, তবে তারাই আগামী দিনের প্রকৃত নেতা হয়ে উঠবে।”।
কুষ্টিয়া থেকে আগত শিক্ষার্থীরাও এ আয়োজনে যোগ দিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু শিক্ষার নয়, বরং সম্পর্ক, ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনকে শক্ত করারও সময়।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ছিল অন্যতম আকর্ষণ। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, গান, নাচ ও নাটক পরিবেশিত হয়, যা উপস্থিত সকলকে আনন্দে ভরিয়ে তোলে। সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং সমিতির প্রতি কৃতজ্ঞতা জানায়।
সবশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন পর্বের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। শিক্ষক, সিনিয়র ও নবীন—সবাই একমত হন যে, দিনটি ছিল একটি স্মরণীয় ও আনন্দঘন অভিজ্ঞতা, যা ভবিষ্যতে সমিতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।