রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
33 C
Dhaka
Homeঅপরাধলাইভে এসে বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

লাইভে এসে বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

আপডেট: অক্টোবর ১৬, ২০২৫ ২:৩৯
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৫ ২:৩৪

ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তার স্ত্রী সাবিকুন নাহার। তিনি বলেন, ত্বহা বিবাহের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। 

বুধবার (১৫ অক্টোবর) রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে লাইভ টক শোতে যোগ দিয়ে তিনি এসব অভিযোগ করেন।

সাবিকুন নাহার বলেন, আবু ত্বহা মানসিকভাবে অসুস্থ। এটা তিনি আমাকে নিজেই বলেছেন। তিনি কোনো কারণ ছাড়াই শাসনের নামে আমাকে মারধর করেছেন। অসংখ্যবার তিনি আমাকে মারধর করেছেন। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লেও তিনি আমার খোঁজ নেননি।

তিনি বলেন, ত্বহা আমাকে দুদিন পরপর মারধর করেন। চিৎকার করে বাসায় ভাঙচুর করেন। বাসায় ভাঙচুরের অনেক প্রমাণ আছে। কিন্তু তিনি এসব বিষয়ে মিথ্যা বলেন, অন্যদের কাছে অস্বীকার করেন।

তিনি আরও বলেন, আমি না খেয়ে ওকে খাওয়াইতাম। কিন্তু ওর মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই। তার গুমের ঘটনায় তাকে উদ্ধারে আমরা যে পরিশ্রম করেছি সে বিষয়েও তিনি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি। আমার গোছানো সংসার শেষ হয়ে গেছে। সে উন্মাদ হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য সে যা ইচ্ছা তাই বলছে। তার সমর্থকরা আমাকে গালিগালাজ করছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর