রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
27 C
Dhaka
Homeজাতীয়ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: অক্টোবর ২১, ২০২৫ ৭:২০

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তালিকা এসেছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, যে তালিকাটা ওখানে এসেছে, সেটা সঠিক নয়। এর অধিকাংশ (তালিকার চুক্তি) এক্সিস্ট করে না।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে তালিকাটা এসেছে, সেটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট (প্রচার) করেছেন। সেটা সম্ভবত কোনো একজন অ্যাডভাইজার রিটুইট করেছেন। তাঁর একটা কমেন্টসহ। সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। তিনি হয়তো এটা না করলেও পারতেন।

ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি অনেক আগেই বাতিল করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাকিগুলোর কয়েকটি বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই। অন্য রকম ডেসক্রিপশনে (বিবরণ) আছে।

গতকাল সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে তালিকাটি পোস্ট করা হয়েছিল। সেটার শিরোনামে লেখা ছিল, ‘হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর