বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
22 C
Dhaka
Homeশিক্ষাএবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 

এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৫ ১০:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছে বলে জানা যায় এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় আহত ব্যক্তির বিস্তারিত জানা যায় যায়নি।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর