বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
28 C
Dhaka
Homeবাংলাদেশজুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর

আপডেট: নভেম্বর ১৩, ২০২৫ ৩:৪৪
প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৫ ২:৪৫

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি এই আদেশে স্বাক্ষর করেন।এই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করেছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে।

এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর