শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeআবহাওয়াবাড়ছে শীতের তীব্রতা,কমতে পারে তাপমাত্রা

বাড়ছে শীতের তীব্রতা,কমতে পারে তাপমাত্রা

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৫ ১১:৫৪

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করায় শীতের দাপট দিন দিন বাড়ছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, আর এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তাপমাত্রা আরও কমাপাশাপাশি চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি। গত মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

এদিকে, তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় রাত ও সকালে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পঞ্চগড় শহরের ওষুধ ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম বলেন, রাত ও সকালে এমন ঠান্ডা থাকে যে ভারী কাপড় না পরলে বাইরে দাঁড়ানোই কঠিন হয়ে যায়।

রিকশাচালক মফিজ আলী বলেন, সকালে কাজ শুরু করতে গেলে হাত-পা জমে আসে। তবে সূর্য উঠলেই একটু স্বস্তি পাওয়া যায়।

স্থানীয়দের মতে, হিমালয়ের ঠান্ডা বাতাসের প্রভাবেই জেলায় তাপমাত্রা দ্রুত কমছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। ফলে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর