আজ বুধবার (১৯ নভেম্বর) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘তারা সিএসসির (কলম্বো সিকিউরিটি কনক্লেভ) ও দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।’
ড. খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশ হাইকমিশন জানায়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি দলকে আতিথ্য দিচ্ছেন। পূর্ব আফ্রিকার দেশ সেশেলস পর্যবেক্ষক এবং মালয়েশিয়াকে অতিথি হিসেবে এতে অংশগ্রহণ করছে।
বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মকর্তা বলেন, এই আঞ্চলিক ফোরামে যোগদানের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে গত মঙ্গলবার রাতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছেন।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর জন্য বহুজাতিক হুমকি এবং সাধারণ উদ্বেগের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি করা। ২০২৪ সালে পঞ্চম সদস্য হিসেবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সিএসসিতে যোগ দেয়। এই জোটে ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ রয়েছে।


