বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
25 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যএক ইলিশ বিক্রি হলো ১২ হাজারে 

এক ইলিশ বিক্রি হলো ১২ হাজারে 

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৫ ১০:০৮

বরগুনার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৪শ গ্রাম ওজনের বিশাল একটি ইলিশ মাছ।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এই মাছটির দাম উঠেছে ১২ হাজার টাকা।সাগর মোহনার কাছাকাছি নকরী এলাকায় পায়রা নদীতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। বিকেল ৪টার দিকে তার জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। মাছটি ধরার পর তিনি দ্রুত তালতলী মৎস্য বন্দরে নিয়ে আসেন। সেখানে জেলে আবুল হোসেন ৯ হাজার পাঁচশত টাকায় ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার’-এর কাছে মাছটি বিক্রি করেন।

তালতলী মাছ বাজারের ব্যবসায়ী আল-আমীন জানান, তিনি মাছটি খোলা নিলামে আড়ত থেকে ১২ হাজার টাকায় কিনে নেন। তিনি মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠাবেন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা সরকার ঘোষিত অবরোধ সঠিকভাবে মেনে চলার ফলে আবারও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। আশা করা যাচ্ছে, সামনেও জেলেদের জালে এভাবেই ইলিশের প্রাচুর্য বজায় থাকবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর