শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ৪১

ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত ৪১

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৫ ১১:১৯

গত তিন দিনে ভিয়েতনামের মধ্যাঞ্চলে চলা একটানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনও নয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। খবর বিবিসির।

শনিবার (২১ নভেম্বর) ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই প্রলয়ঙ্কারী দুর্যোগে ৫২ হাজারেরও বেশি বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং প্রায় পাঁচ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায়রয়েছে। টানা তিন দিনের বৃষ্টিতে বেশ কিছু এলাকায় পানির উচ্চতা ১ দশমিক ৫ মিটার ছাড়িয়ে গেছে। কিছু স্থানে ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার রেকর্ডও ভেঙে দিয়েছে।

উপকূলীয় শহর হোই আন ও নহা ট্রাংয়ের মতো পর্যটন এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কফি উৎপাদনকারী এলাকাতেও কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে লাম ডং প্রদেশে ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বহু স্থানে সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক হাজার বাসিন্দাকে বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য ভিয়েতনামে অন্তত রোববার (২২ নভেম্বর) পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর