শনিবার, নভেম্বর ২২, ২০২৫
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
28 C
Dhaka
Homeজাতীয়সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

আপডেট: নভেম্বর ২২, ২০২৫ ২:৪৫
প্রকাশ: নভেম্বর ২২, ২০২৫ ১:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় এ কথা জানান তিনি।

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান কমিশন। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও এআইয়ের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

তিনি বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে।’

আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ্য করে ইসি সানাউল্লাহ বলেন, রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন নির্বাচনে অংশ নেবেন। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চান।

তিনি আরও বলেন, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে কমিশনের পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর