রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
24 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্যএ মাসে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

এ মাসে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৫ ৭:৫১

আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ২২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে নভেম্বরের প্রথম ২২ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ৮৯ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী মাধ্যমে এসেছে ১৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া জনতা ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর