মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
27 C
Dhaka
Homeধর্মজমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলো,রোজা কবে?

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলো,রোজা কবে?

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৫ ৫:১৭

অবশেষে দেখা গেল জমাদিউস সানি মাসের চাঁদ। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এই চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। 

শুক্রবার (২১ নভেম্বর) ইসলামিক চাঁদ পর্যবেক্ষণ প্রকল্পের (আইসিওপি) সদস্যদের পাঠানো তথ্যের ভিত্তিতে এইঘোষণা দেওয়া হয়। চাঁদটির ছবি অ্যাস্ট্রোফটোগ্রাফির মাধ্যমে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং লিবিয়া থেকে ধারণ করা হয়েছে।

ইরানে দূরবীন ও টেলিস্কোপের মতো অপটিক্যাল যন্ত্র ব্যবহার করে নতুন চাঁদ দেখা গেছে। অন্যদিকে ইয়েমেন, মরক্কো ও ঘানা থেকে খালি চোখেই চাঁদ দেখার নিশ্চয়তা আসে। খবর গালফ নিউজের।

হিজরি চন্দ্রবর্ষের ষষ্ঠ মাস হলো জমাদিউস সানি। যদিও মাসটি নির্দিষ্ট কোনো ধর্মীয় বিধান বা অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে এটি রমজানের আগের তিন মাস কত দিন করে হতে পারে, তা জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই শুক্রবার এই মাস নিশ্চিত হওয়ার ফলে রমজানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। হিজরি সন ১৪৪৭ এগিয়ে যাচ্ছে রমজানের আগের তিন মাস-জমাদিউস সানি, রজব ও শাবানের দিকে।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান ১৪৪৭ হিজরি শুরুর বাকি আছে আনুমানিক ৮৮ থেকে ৯০ দিন।

অবশ্য, জমাদিউস সানির চাঁদ দেখা যাওয়ার ফলে রমজান শুরুর তারিখ প্রায় নিশ্চিত হয়ে গেলেও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে প্রচলিত চাঁদ দেখা-সংক্রান্ত প্রক্রিয়া অনুযায়ীই।

এর আগে, জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী জানানো হয়, রমজান শুরু হতে পারে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি। চলতি হিসাব অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

৩০ রোজা শেষে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ হতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ পূর্বাভাস দেন।

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর