শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫
24 C
Dhaka
Homeরাজধানীপ্রশিক্ষিত ২ কুকুর বিক্রি হলো নিলামে

প্রশিক্ষিত ২ কুকুর বিক্রি হলো নিলামে

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৫ ৯:১৮

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪-তে পুলিশের কে-নাইন টিম সদর দপ্তরে অনুষ্ঠিত এই নিলামে তিন কুকুর কোরি, স্যাম ও ফিন মোট ছয় লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন দলের প্রশিক্ষিত তিনটি কুকুরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ফিন পুরুষ ল্যাব্রাডর ও স্যাম পুরুষ জার্মান শেফার্ড বিক্রি হলেও কোরি স্ত্রী ল্যাব্রাডর শেষ পর্যন্ত বিক্রি হয়নি। ফলে কোরিকে অবিক্রীত হিসেবে রাখতে হয়েছে সিটিটিসিকে।

এর মধ্যে কোরির দাম ওঠে পাঁচ লাখ ৬০ হাজার টাকা, স্যামের ৪০ হাজার এবং ফিনের ৩০ হাজার টাকা। কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম গণমাধ্যমকে জানান, স্যাম ও ফিনের ক্রেতা নির্ধারিত ৭০ হাজার টাকা পরিশোধ করে কুকুর দুটি নিয়ে গেলেও কোরির ক্রেতা শুধু মেসেজ দিয়ে জানান তিনি কুকুরটি নেবেন না। যেহেতু নিলামের ক্ষেত্রে কোনো অগ্রিম মূল্য রাখা হয়নি, তাই ক্রেতাকে বাধ্য করার সুযোগও নেই। অবশ্য কোরিকে পুনরায় নিলামে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জানা যায়, কালো ল্যাব্রাডর প্রজাতির কুকুর বাজারে অত্যন্ত মূল্যবান। এই প্রজাতির একেকটি বাচ্চার দামও অনেক। দাম বেশি হওয়ার পেছনে কারণ হলো ব্রিডিং। ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে জন্ম কোরির।

সেখান থেকে বাংলাদেশে এনে ক্যানাইন ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হয়। এখন তার বয়স আট বছর। এই বয়সে এসে স্ত্রী কুকুর সাধারণত প্রজননক্ষমতা হারিয়ে ফেলে।

সিটিটিসি সূত্রে জানা যায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিস্ফোরক এবং বিপজ্জনক বস্তু খুঁজে বের করার কাজে বিশেষ প্রশিক্ষণ রয়েছে এই ইউনিটের কুকুরদের। তিন কুকুরের প্রতিটিরই বয়স পেরিয়েছে আট বছর।

ফিন ও কোরি ল্যাব্রাডর জাতের কুকুর। স্যাম জার্মান শেফার্ড। যুক্তরাজ্য থেকে আনা কুকুর তিনটির জন্য এই বিশেষায়িত ইউনিটে কাজ করার সময় ফুরিয়েছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর