শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ দেশে আনা হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর দেওয়া হয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামকারী এই মহান বিপ্লবীকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করার কথা উল্লেখ করা হয়। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকেও তার মৃত্যু নিশ্চিত করা হয়।
গত ১২ ডিসেম্বর, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে আহত করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ছিলেন। গুলির আঘাত তাকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয় এবং পরে পরিবারের অনুরোধে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. মো. আব্দুল আহাদ ভিডিওবার্তায় বলেন, জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। তিনি পরপারে চলে গেলেও তার আদর্শ আমাদের অনুপ্রেরণা হিসেবে থাকবে।
ওসমান হাদির পরিবার, সমর্থক ও দেশের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।


