শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
15 C
Dhaka
Homeরাজধানীঢাকার খদ্দর বাজার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঢাকার খদ্দর বাজার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:৫৫

ঢাকার গুলিস্তানে ‘খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে’ ভয়াবহ আগুন লেগেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। আগুন লাগার পর নিচতলার মার্কেটগুলোতেথাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্তরের মি‌ডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার ব‌লেন, বাণিজ্যিক আট তলা ভবনটির ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লে‌গে‌ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং রাস্তায় মানুষের ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর