দুই গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটক নির্মাণ
করেছেন চয়নিকা চৌধুরী। নব্বইয়ের দশকের সেই পারিবারিক গল্পের স্বাদ নিয়ে ফিরছেন এই দুই গুণী শিল্পী।
নির্মাতা জানিয়েছেন, তিন দিনের দৃশ্যধারণ শেষে নাটকটির সম্পাদনার কাজ চলছে। নতুন বছর উপলক্ষে নাটকটি প্রকাশ করা হবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, কমেডি আর থ্রিলার গল্পের ভিড়ে দর্শকরা বর্তমানে পারিবারিক গল্পের নাটকে স্বস্তি খোঁজেন। প্রযোজক আর চ্যানেল কর্তৃপক্ষও নতুন করে ঝুঁকছে পারিবারিক সম্পর্কের গল্পে। দীর্ঘ ২৪ বছর ধরে আমি ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে কাজ করছি। প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে নব্বইয়ের দশকের সেই চিরচেনা আবেগ নিয়ে একটি কাজ করতে বলেন। সেই ভাবনা থেকেই এই আয়োজন।
নির্মাতার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, ‘চয়নিকা সব সময়ই ভীষণ সচেতন ও বিচক্ষণ। তার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করেন তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে নিজের মত করে অভিনয়টা করার সুযোগ পান। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগল।’
ডলি জহুর বলেন, ‘হায়াত ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা। তার সঙ্গে বহু নাটক-সিনেমায় অভিনয় করেছি। অনেক স্মৃতি তার সঙ্গে। হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করলে গল্পের ফাঁকে ফাঁকে স্বাচ্ছন্দ্যে কাজ হয়ে যায়। নাটকটি প্রচারে এলে আশা করছি ভালো লাগবে দর্শকের।’


