বিশ্বব্যাংক থেকে ১ দশমিক ৩৪ বিলিয়ন (১৩৪ কোটি) ডলার পেয়েছে ইউক্রেন। অ-নিরাপত্তা সম্পর্কিত আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় এ তহবিল দেয়া হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিলম্ব রাশিয়ার হামলা প্রতিহত করার ক্ষমতায় প্রভাব ফেলতে পারে, এমন সতর্কতা জানিয়েছিল কিয়েভ। এ পরিস্থিতিতে এসে বিশ্বব্যাংকের এ তহবিল ইউক্রেনকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
বিবৃতিতে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় উল্লেখ করেছে, এটি ইউক্রেনে প্রশাসনিক সক্ষমতা সহনশীলতার জন্য জনসাধারণের ব্যয় (পিস) প্রকল্পের অধীনে ষষ্ঠ অতিরিক্ত অর্থায়ন। এর মধ্যে ১ দশমিক ০৮৬ বিলিয়ন ডলার বিশ্বব্যাংকের, ১৯০ মিলিয়ন ডলারের অনুদান নরওয়ের, ৫০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের, আর ২০ মিলিয়ন ডলার সুইজারল্যান্ডের।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রীয় বাজেটে অ-নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে এ তহবিল ব্যবহার করা হবে। এর সঙ্গে রয়েছে বয়স্ক ভাতা এবং জরুরি পরিষেবা সংস্থার কর্মচারীদের বেতন-ভাতা।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছর হতে চলল। এখনো দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
সূত্র: আল-জাজিরা