সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
18 C
Dhaka
Homeজেলার খবরঅনুষ্ঠিত হলো মহা সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ২২ তম ওরশ মাহফিল 

অনুষ্ঠিত হলো মহা সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ২২ তম ওরশ মাহফিল 

প্রকাশ: মার্চ ৬, ২০২৪ ১২:০৯

মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো মহা সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতীর ২২তম পবিত্র ওরশ ও দোয়ার মাহফিল।

সোমবার ৪ মার্চ উপজেলার বাগবাড়ি গ্রামে লাখো মুসল্লির ঢলে অনুষ্ঠিত হয় দেওয়ানি-ই খাজা শেষ দর্শন দরবার শরীফে এই মাহফিল।

মাহফিলে দরবার শরীফের গদ্দিনশীন লিটন দেওয়ান চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প প্রতি সিকদার গ্রপ এর চেয়ারম্যান জনাব রিক হক সিকদার অনুষ্ঠান উদ্বোধন করেন সিকদার গ্রপ এর ম্যানেজিং ডাইরেক্ট রন হক সিকদার প্রধান বক্তা হিসেবে ছিলেন পীর মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরি । ২য় বক্তা ছিলেন হযরত মাওলানা মোখলেসুর রহমান বাঙালী । মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নী আল কাদেরী মাহফিল চিশতীয়া, কাদেরীয়া তরিকাত অনুসারী, আহলে বায়েত ও পাক পান জাতনের অনুসারী, আশেকানে আউলিয়া, সুফি ও ফকির দরবেশদের উপস্থিতিতে জেকের আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর