সোমবার ৪ মার্চ উপজেলার বাগবাড়ি গ্রামে লাখো মুসল্লির ঢলে অনুষ্ঠিত হয় দেওয়ানি-ই খাজা শেষ দর্শন দরবার শরীফে এই মাহফিল।
মাহফিলে দরবার শরীফের গদ্দিনশীন লিটন দেওয়ান চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প প্রতি সিকদার গ্রপ এর চেয়ারম্যান জনাব রিক হক সিকদার অনুষ্ঠান উদ্বোধন করেন সিকদার গ্রপ এর ম্যানেজিং ডাইরেক্ট রন হক সিকদার প্রধান বক্তা হিসেবে ছিলেন পীর মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরি । ২য় বক্তা ছিলেন হযরত মাওলানা মোখলেসুর রহমান বাঙালী । মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নী আল কাদেরী মাহফিল চিশতীয়া, কাদেরীয়া তরিকাত অনুসারী, আহলে বায়েত ও পাক পান জাতনের অনুসারী, আশেকানে আউলিয়া, সুফি ও ফকির দরবেশদের উপস্থিতিতে জেকের আজকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।