মঙ্গলবার (০৬ আগস্ট) জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ (মঙ্গলবার) দুপুর ২টা ৩০মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এর আগে দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর দলের কেন্দ্রীয় ও মহানগরীর কার্যালয় খোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার (৫ আগস্ট) রাতে দলটির নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এরপর তারা পুরানা পল্টনে মহানগর কার্যালয়েও যান।
এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সদস্য মুজিবুল আলম এ তথ্য জানিয়েছেন।