বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ও সমমনা দলের আন্দোলনের ফসল। বুধবার (২১ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা ও কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ১৬ বছরে যারা এই শেখ হাসিনাবিরোধী শক্তি হিসেবে আন্দোলন করেছেন, পরবর্তী সময়ে আমাদের দেশের যে ছাত্র-জনতা আন্দোলন করেছে, সেই আন্দোলনের ফল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার।
এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা চাই পুলিশ রাষ্ট্রের পুলিশ হবে। বিএনপির পুলিশ নয়। প্রশাসন রাষ্ট্রের প্রশাসন হবে, বিএনপির প্রশাসন নয়।
এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জনতার আদালতে বিচার করার দাবি জানিয়ে একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় নানা অপতৎপরতা চালিয়েছিল। পৃথিবীর বহু দেশে হাসিনা আশ্রয় চেয়েছে; কিন্তু কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছে ভারত। যে ভারতের কাছে হাসিনা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ যাদের নির্দেশে গত ১৬ বছর দেশে গুম, খুন হয়েছে তাদের বিচারেরও দাবি জানান তিনি।
জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন আহম্মেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতন প্রমুখ।