রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
19 C
Dhaka
Homeবাংলাদেশনারায়ণগঞ্জে এখনো পুড়ছে গাজী টায়ার ফ্যাক্টরি

নারায়ণগঞ্জে এখনো পুড়ছে গাজী টায়ার ফ্যাক্টরি

প্রকাশ: আগস্ট ২৬, ২০২৪ ১১:০৮

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সারারাত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটি পুড়ছে এখনো। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১০টি ইউনিট। ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন অনেক লোক।

স্থানীয়রা বলছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েন।

তবে কীভাবে আগুন লেগেছে তার সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর